Wellcome to Solution of Technology

ডিজিটাল মার্কেটিং কি.?

test

 

ডিজিটাল মার্কেটিং কি ভাবে  শুরু করবেন.?

ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন ভিত্তিক বিপণন পক্রিয়া। যা বর্তমান বিশ্বে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যদি আপনার একটি ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে বা শুরু করতে চাচ্ছেন তাহলে এই লেখা টি আপনার জন্য ই। ডিজিটাল মার্কেটিং করতে হলে কি কি প্রয়োজন কি ভাবে শুরু করবেন আজকে আমরা এই বিষয়ে জানবো। 

ডিজিটাল মার্কেটিং কি.?

ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন ভিত্তিক বিপণন পক্রিয়া। যা আমাদের কে ঘরে বসে বেচা কেনা করতে সাহায্য করে।  মনে করেন আপনার ভাল একটা ব্যবসার আইডিয়া আছে এবং সেই ব্যবসা টা ধানমন্ডি, গুলশান কিংবা অন্যন্য ভাল লোকেশন  সেইটা খুব ডিমান্ড। কিন্তু  সেই লোকেশনে আপনি দোকান কিংবা  শো-রুম নিতে পারছেন না। বাজেট কম কিংবা যায়গা পাচ্ছেন  না। সে ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন। এটা যাস্ট বেসিক। এটা বলার কারণ হলো এটা বুঝানোর জন্য যে আমরা চাইলে অনলাইনের মাধ্যমে সারা দেশে যে কোন যায়গায় প্রোডাক্ট বিক্রি করতে পারি। এতে পরে আমাদের সেই লোকেশন যেতে হচ্ছে না। 







ডিজিটাল মার্কেটিং করতে কি কি প্রয়োজন.?

ডিজিটাল মার্কেটিং করতে চাইলে আপনার প্রয়োজন ১টি লেপটপ কিংবা কম্পিউটার। চাইলে মোবাইল দিয়ে ওও সহজেই কাজ করা যায়। 

আর প্রয়োজন হলো আপনার একটি ফেসবুক পেইজ এবং মার্কেটিং পলিসি সম্পর্কে ধারণা।

ডিজিটাল মার্কেটিং কি.? ডিজিটাল মার্কেটিং কি.? Reviewed by Solution of Technology on July 06, 2022 Rating: 5

Post Comments

Powered by Blogger.